মোবাইল থেকে যেকোন পাইল pc তে ট্রান্সপার করুন USB ছাড়া।

মোবাইল থেকে যেকোন পাইল pc তে ট্রান্সপার করুন USB ছাড়া।

আসসালামু আলাইকুম আজকের পোস্টে দেখবো কিভাবে আমারা কোনো প্রকার ক্যাবল ছাড়াই খুব সহজে শেয়ারিটের মতোন ফাইল ট্রান্সফার করতে পারি , মূলত শেয়াররিট বলতে ওই রকম না , শেয়ারিট কথাটা এজন্য বল্লাম কেনেোনা এইখানে কোনো প্রকার ক্যাবল ছা্ড়াই আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন ,

সেই প্রসেস টা হলো এফটিবি সার্ভার ক্রিয়েট করে । তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন , যারা আগে থেকেই জানেন তারা চাইলে পোস্ট টিকে ইগনোর করতে পারেন।

এটা করার জন্য প্রথমে আপনি প্লে স্টোর থেকে এফটিবি এপ টি ডাইনলোড করে নিবেন।

এরপর এপটি ওপেন করে নিবেন , তার আগে আপনার ফোনের সাথে কম্পিউটারের ওয়াইফাই কানেক্ট করে নিবেন।

 

এরপর এপের স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন , তারপর সার্ভার লিংক দেখতে পারবেন সেটা কপি করে নিতে পারেন বা ম্যানুয়ালি ও টাইপ করতে পারেন।

এখন আপনার পিসি তে ঢুকবেন তারপর মাউসের রাইট ক্লিক করবেন , এবং এড নিউ নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দিবেন।

 

তারপরে এখানে আপনাকে দুইবার নেক্সট করতে হবে , এরপর লেখার অপশন আসবে , এখন আমারা ফোন থেকে যে এফটিবি সার্ভার লিংক তৈরি করছিলাম সেটা এখানে বসিয়ে দিবো

তো আমি আমার টা এখানে গুগল থেকে কপি করি নিয়ে বসিয়ে দিলাম

 

তারপর দুইবার নেক্সট এ ক্লিক করে দিবেন, এবং সবশেষে ফিনিশ করে দিবেন।

এবং দেখতে পারবেন আপনার ফোনের সমস্ত ফোল্ডার এখানে সো করছে , আপনি এখানে যা মন চায় করতে পারেন ।

আপনি চাইলে এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে ফাইল আপনার পিসিতে নিতে পারবেন।

আসা করি পোস্টটি ভালো লেগেছে ,

আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ

Tags