বরাবরের মত হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।
ধরুন হঠাৎ করে আপনার ল্যাপটপ অথবা ডেক্সটপের স্পিকার নষ্ট হয়ে গেল। নতুন একটা কিনে আনাও সময় সাপেক্ষ! কি করবেন তখন? কোন চিন্তা নেই আপনার জন্য রয়েছে এই টিউনটি। আজকে এমন একটি অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে ফোনকে ল্যাপটপ বা ডেক্সটপের স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন।
Audio Share কী?
Audio Share একটি ফ্রি অ্যাপ যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফোনকে পিসির স্পিকারে রূপান্তর করে ফেলতে পারবেন। কোন ধরনের খরচ ছাড়াই ল্যাপটপের সাউন্ড সিস্টেম পুনরায় ফিরিয়ে আনতে পারবেন।
অ্যাপটি ব্যবহার করতে আপনাকে ফোনে এবং পিসিতে আলাদা ভাবে দুইটি ভার্সন ইন্সটল করতে হবে এবং একই ওয়াই-ফাই এর অধীনে কানেক্ট থাকতে হবে।
Audio Share
গিটহাব লিংক @ Audio Share
Audio Share কীভাবে ব্যবহার করবেন?
প্রথমে অ্যাপটি আপনার পিসি এবং ফোনে ইন্সটল করুন।
বলা যায় না কখন এই অ্যাপটি আপনার কাজে লেগে যায়। কোন ধরনের বাড়তি ঝামেলা ছাড়াই অ্যাপটি দারুণ ভাবে কাজ করে। তো আর দেরি কেন টিউনটি বুকমার্ক করে রেখে দিন।
আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন পোস্টের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।