আমরা অনেকেই এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়ার পূর্বে একটা আনুমানিক রেজাল্ট জানার জন্য কিংবা রেজাল্ট পাওয়ার পর সেই রেজাল্ট এর হিসাব টিক আছে কিনা সেই সন্দেহ দুর করার জন্য এইচএসসি পরীক্ষার রেজাল্ট নির্ণয় করতে চাই। আমাদের মধ্যে যারা এইচএসসি জিপিএ কিভাবে নির্ণয় করতে হয় জানেন না, তারা কিভাবে এইচএসসি জিপিএ খুব সহজেই নির্ণয় করবেন আজকে সেই পদ্ধতিগুলো আলোচনা করব।
নিচে আমি এইচএসসি জিপিএ নির্ণয় করার দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেগুলো অনুসরণ করে খুব সহজেই জিপিএ নির্ণয় করে নিতে পারবেন।
সাধারণ পদ্ধতি:
এই পদ্ধতিতে দেখাবো কিভাবে আপনি নিজে হিসাব করে জিপিএ বের করবেন।
১. প্রথমে নিচের টেবিল অনুযায়ী আপনার সবগুলো বিষয়ের প্রাপ্ত পয়েন্টস এর যোগফল বের করুন।
Marks | Points | Grade |
---|---|---|
80 – 100 | 5.00 | A+ |
70 – 79 | 4.00 | A |
60 – 69 | 3.50 | A- |
50 – 59 | 3.00 | B |
40 – 49 | 2.00 | C |
33 – 39 | 1.00 | D |
0 – 32 | 0.00 | F |
২. এরপর যোগফল থেকে ২ বিয়োগ করুন। (যেমন: যদি সব বিষয়ের পয়েন্টস এর যোগফল হয় ২৮, তাহলে ২৮ – ২ = ২৬)।
৩. এরপর ২ নং থেকে পাওয়া ফলাফলকে ৬ দ্বারা ভাগ করুন (২৬ ÷ ৬ = ৪.৩৩)। যে মানটি পাবেন ঐটাই হলো ওভারঅল জিপিএ (এখানে ৬ দিয়ে ভাগ করার কারণ হলো টোটাল বিষয় ৬ টি এবং বাকি ১ টি বিষয় হলো অপশনাল)।
আর আপনি যদি নিজে হিসাব করে জিপিএ বের করতে না চান, তাহলে নিচের পদ্ধতিটি আপনার জন্য।
অটোমেটেড পদ্ধতি:
এই পদ্ধতিতে দেখাবো কিভাবে আপনি নিজে হিসাব না করে, অটোমেটেড টুল/ওয়েবসাইট ব্যবহার করে জিপিএ বের করবেন।
১. প্রথমে HSC GPA Calculator ওয়েবসাইটে ভিজিট করুন।
২. এরপর আপনার গ্রুপ অনুযায়ী Science, Business বা Humanities সিলেক্ট করুন।
৩. এরপর সব বিষয় অনুযায়ী আপনার জিপিএ সিলেক্ট করুন।
৪. এবং সবশেষে Calculate GPA বাটন এ ক্লিক করুন। ব্যস!
উপরের পদ্ধতিগুলো অনুসরণ করে খুব সহজেই আপনার এইচএসসি পরীক্ষার জিপিএ হিসাব করে নিতে পারবেন।