আজকের পোস্টে আপনাদের দেখাবো কীভাবে যেকোনো ব্লগার ওয়েবসাইট থেকে সকল পোস্ট নিজের ব্লগার ওয়েবসাইটে পাবলিশ করবেন খুব সহজেই।
কীভাবে ডাউনলোড করবেন?
এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে এই লিংকে যেতে হবে।
তারপর নিজের মতো করে একটি পেইজ দেখতে পাবেন।
এখানে Enter Url এর জায়গায় আপনি যে ব্লগার ওয়েবসাইট থেকে কন্টেন্ট আনতে চান সেটি দিবেন। তবে আপনাকে মনে রাখতে হবে যে যদি ডোমেইনটি মেইন ডোমেইন হয় তবে আপনাকে https://www দিয়ে url লিখতে হবে আর যদি সাবডোমেইন হয় তাহলে শুধু https:// দিবেন।
Enter Result এ আপনি কতগুলো পোস্ট আনতে চান সেটা দিবেন। এখানে আপনার ইচ্ছামতো সংখ্যা দিতে পারবেন। তবে মনে রাখবেন বেশি পোস্ট হলো ব্লগারে ইম্পোর্ট করতে সমস্যা হতে পারে। তাই ৫০ বা তার আশেপাশে সংখ্যাটা রাখবেন।
সবগুলো বসিয়ে দেওয়ার পর যেমন হবে :
তারপর Get বাটনে ক্লিক করবেন এবং কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন।
তারপর আপনার সামনে ডাউনলোড করার জন্য একটা পপআপ আসবে। পপআপে দেখাবে ডাউনলোড এর সাইজ কতো। যাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন।
তারপর আপনার কন্টেন্টগুলো ডাউনলোড হতে শুরু করবে।
এখন আপনি আপনার যে ব্লগে পাবলিশ করবেন সে ব্লগে লগইন করুন।
দেখুন আমার ব্লগে কোনো পোস্ট নাই
এবার বামপাশের থ্রি মেন্যুতে ক্লিক করুন। ক্লিক করার পর সেটিংস সিলেক্ট করুন।
সেটিং এ যাওয়ার পর Manage blog দেখতে পাবেন সেখান থেকে Import Content এ যাবেন।
তারপর একটা পপআপ আসবে এখান থেকে আপনাকে ডাউনলোড করা কন্টেন্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য Import এ ক্লিক করবেন।
Import এ ক্লিক করার পর আপনাকে আপনার ডাউনলোড করা ফাইলটা নির্বাচন করতে হবে।
ফাইলটা সিলেক্ট করার পর দেখবেন দেখাচ্ছে Importing Content। এখানে কিছুটা সময় লাগতে পারে। ফাইলের সাইজ অনুযায়ী সময় কিছুটা কমবেশি লাগতে পারে।
তারপর আপনার ব্লগার ব্লগের ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবেন পোস্টগুলো ব্লগারে চলে এসেছে।
কীভাবে নিজের ব্লগ থেকে পোস্ট ডাউনলোড করা বন্ধ করবেন?
আমাদের নিজেদের ব্লগ থেকে যাতে কেউ পোস্ট ডাউনলোড করতে না পারে সেজন্য আমরা ছোট্ট একটা ট্রিক অনুসরণ করতে পারি।
তারপর জন্য আমাদেরকে আবারো ব্লগার এর সেটিংসে যেতে হবে এবং Site Feed খুজে বের করতে হবে।
তারপর Allow blog feed এটাতে ক্লিক করবেন।
তারপর ডিফল্টভাবে Full দেওয়া থাকে এটাকে Short করে দিবেন।
তারপর Save করবেন তাহলেই হবে। তখন কেউ আর আপনার ব্লগের কন্টেন্ট ডাউনলোড বা কপি করতে পারবে না।
পরিশেষে বলতে চাই
আজকে পোস্টে আমি আপনাদের দেখিয়েছি কীভাবে অন্য ব্লগার ব্লগ থেকে কীভাবে কন্টেন্ট ডাউনলোড করে সেগুলোকে নিজের ব্লগে আনবেন।
আজকের পোস্টটা হয়তো ট্রিকটা হয়তো অনেকের জানা যারা জানেন তারাতো জানেনই। এই পোস্ট শুধুমাত্র যারা জানে না তাদের জন্য করেছি।
বিঃদ্রঃ কারোর ব্লগের পোস্ট অনুমতি ছাড়া কপি বা ডাউনলোড করা ঠিক না।